শিলিগুড়িতে ৫ কেজি সোনা উদ্ধার, ধৃত ২

প্রায় পাঁচ কেজি সোনা-সহ ভিন রাজ্যের দুই বাসিন্দাকে অভিযান চালিয়ে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা সংস্থা (ডিআরআই)। ডিআরআই সূত্রে খবর, ঘটনায় শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মনিপুরের দুই যুবককে ওই সোনা সহ গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল বুয়ামায়ুম জাহাঙ্গীর এবং সহিদুর রহমান। দুজনেই মণিপুরের থৌবাল জেলার বাসিন্দা। ১৬৬ গ্রামের মোট চার কেজি ৯৮০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। আনুমানিক বাজার মূল্য দু কোটি ৬০ লক্ষ ১০ হাজার ৪০০ টাকা।

ডিআরআই সূত্রে জানা খবর, ইন্দো-মায়ানমারের মোরেহ সীমান্ত পার করে ওই সোনা মণিপুরে ঢোকে। সেখান থেকে সড়ক পথে ওই সোনা শিলিগুড়ি হয়ে উত্তরপ্রদেশে পাচারের পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। আরও জানা গিয়েছে, ঘটনায় পাচারে ব্যবহৃত একটি গাড়ি বাজেয়াপ্ত করেছেন ডিআরআই আধিকারিকরা। গাড়ির সামনের দুটি দরজার মধ্যে আলাদা চেম্বার করে ওই সোনা লুকিয়ে রাখা হয়েছিল। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন-মাঝরাতে ভূতের দাপাদাপি রায়গঞ্জের রাজপথে

Previous articleনির্বাচন পর্বেই বিহারে অভিযান আয়কর বিভাগের, বাজেয়াপ্ত বিপুল টাকা, গয়না
Next articleব্যান্ডেলে প্রতারিতর জালেই প্রতারক, ঠাঁই শ্রীঘরে