ধনতেরাসের আগে চড়ছে সোনার দাম, পাল্লা দিয়ে বাড়ছে রূপোও

ধনতেরাসের আগে ফের চড়ছে সোনার দাম। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রূপোর দামও।

একনজরে সোনার দাম:-

পাকা সোনা (২৪ ক্যারেট) : ৫৩,০২০ টাকা/১০ গ্রাম

গয়না সোনা (২২ ক্যারেট) : ৫০,৩০০ টাকা/১০ গ্রাম

হলমার্ক গয়নার সোনা (২২ ক্যারেট): ৫১,০৫০ টাকা/১০ গ্রাম

রূপোর বার (প্রতি কেজি) ৬৫,৮৬০ টাকা

রূপো খুচরো (প্রতি কেজি)৬৫,৯৬০ টাকা

ভারতে মোট প্রয়োজনের অধিকাংশ সোনা বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারের দরের উপরে ভিত্তি করে এদেশে সোনা-রুপোর দাম নির্ধারিত হয়। সেই সঙ্গে ভারতীয় মুদ্রার মতো বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। গতকাল বিশ্ব বাজারে সোনার ডিসেম্বর ফিউচার প্রাইস প্রতি আউন্সে দাঁড়িয়েছিল ১,৯৪৬.৮০ মার্কিন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা বাজারে মার্কিন ডলারের তুলনায় টাকার দাম বাড়লেও ভারতের বাজারে সোনা এবং রুপোর দাম বেড়েছিল। এক এক রাজ্যে সোনা এবং রুপোর উপরে করের হার বিভিন্ন। ফলে বিভিন্ন শহরে এর দামের তারতম্য দেখা যায়। দোকান থেকে সোনার গয়না কিনতে গেলে এর সঙ্গে যুক্ত হবে GST এবং মজুরি। ফলে গ্রাহকের পকেটের চাপটা একটু বেশিই।

আরও পড়ুন : কেমন যাবে আজকের দিনটি

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next article৮ নভেম্বর, রবিবারের বাজার দর