যেমন কথা তেমন কাজ। সম্প্রতি বনগাঁয় এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন
মহাসঙ্ঘের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তীতে সরকারি ছুটি দেওয়া হবে। সেই ঘোষণা মতোই এবার সরকারি ছুটির তালিকায় এল হরিচাঁদ ঠাকুরের জন্মদিন।

আগামী বছরের (২০২১) সরকারি ছুটির তালিকায় ২৬ চৈত্র অর্থাৎ ৯ এপ্রিল দিনটিকে যুক্ত করল রাজ্য অর্থ দফতর । যদিও এটি নির্দিষ্ট দিন নয়। মধুকৃষ্ণ ত্রয়োদশীতে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি পালিত হয়। ফলে প্রতি বছর তিথি অনুযায়ী বদলে যেতে পারে দিন।

আরও পড়ুন- বইমেলা breaking: সরকারি মদতের মোড়কে কণ্ঠরোধ, ফুঁসছে বইপাড়া

দীর্ঘদিন ধরেই হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ছুটির দাবি জানাচ্ছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। সম্প্রতি পঞ্চানন বর্মা, বিরসা মুণ্ডার জন্মদিনে ছুটি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মতুয়াদের দাবিকেও স্বীকৃতি দিল রাজ্য সরকার।