অমিত শাহের সভার আগে উত্তপ্ত কেশপুর, হামলার অভিযোগ বিজেপির

আগামী শনিবার পশ্চিম মেদিনীপুরের (Medinipur South) কেশপুরে (Keshpur) দলীয় জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Sah)। আর তাঁর সভার ঠিক কয়েক ঘন্টা আগেই ফের উত্তপ্ত কেশপুর। সভার প্রস্তুতি বৈঠকের পরেই বিজেপি (BJP) কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও ভাঙচুর। এই হামলার ঘটনার জন্য বিজেপির অভিযোগের তির তৃণমূলের (TMC) বিরুদ্ধে।

জানা যাচ্ছে, ব্যাপক উত্তেজনা আনন্দপুর থানার বনকাটা, রাজারডাঙা এলাকায়। রীতিমত আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামজুড়ে। বিজেপির দাবি, গতকাল বুধবার রাতে এলাকায় অমিত শাহের সভার প্রস্তুতি বৈঠক করার পরই বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। ইউসুফ শা নামে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুন:হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদির তুরুপের তাস বাঙালিয়ানা

খবর পেয়ে রাতেই গ্রামে আসে আনন্দপুর থানার পুলিশ। ঘটনার নেপথ্যে কারা, তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Previous articleহাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদির তুরুপের তাস বাঙালিয়ানা
Next articleবিধায়কের পদত্যাগপত্র নিয়েও নাটক অব্যাহত রাখলেন শুভেন্দু