কোভিড টিকা ‘স্পুটনিক ভি’-এর তৃতীয় দফার ট্রায়াল শহরের পিয়ারলেস হাসপাতালে

কোভিড-১৯(covid-19) ভাইরাসের সঙ্গে লড়াই করতে ভারতের বাজারে ইতিমধ্যেই দুটি ভ্যাকসিনের(vaccine) প্রচার শুরু হয়েছে জোর কদমে। যার একটি দেশীয় পদ্ধতিতে তৈরি কোভ্যাকসিন(covaccine) এবং অন্যটি রাশিয়ার তৈরি স্পুটনিক ভি(Sputnik V)। দেশের নানা প্রান্তে এই দুই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়ে গিয়েছে দ্রুততার সঙ্গে। সম্প্রতি ভ্যাকসিনের পর এবার শহরের হাসপাতলে তৃতীয় দফার ট্রাইল শুরু করতে চলেছে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি। এই ট্রায়ালের অনুমতি দিয়েছে কলকাতার পিয়ারলেস হাসপাতাল(peerless hospital)। জানা গিয়েছে, পিয়ারলেস হাসপাতালের ১০০ জন স্বেচ্ছাসেবকের শারীরিক পরীক্ষার পর তাদের উপর প্রয়োগ করা হবে স্পুটনিক ভি।

পিয়ারলেস হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে কনসালট্যান্ট ক্লিনিক্যাল ফার্মালোজিস্ট ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিকের নেতৃত্বে সম্পন্ন হবে এই ট্রায়াল। এ প্রক্রিয়ায় তাদের সাহায্য করবে শহরের ক্লিনিমেড লাইফ সাইন্সেস সংস্থা। ট্রায়ালের সমস্ত খরচ বহন করবে স্পুটনিক ভি ভ্যাকসিনের সঙ্গে চুক্তিবদ্ধ ভারতীয় সংস্থা ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিস লিমিটেড(Dr. Reddy’s laboratory)।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক জানান, ‘এটা অত্যন্ত ভালো খবর যে আমাদের হাসপাতালের ‘এথিক কমিটি’ স্পুটনিক ভি-র তৃতীয় দফার ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছে। ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিস থেকে টিকা চলে এলেই ট্রায়াল শুরু করে দেওয়া হবে। আগামী স্বেচ্ছাসেবকদের টিকা দেওয়ার পর আগামী ছয় মাস তাদের পর্যবেক্ষণ রাখবো আমরা।’

আরও পড়ুন:EXCLUSIVE : দিলীপের বিস্ফোরণ, দিল্লির নেতারা মার খেলে তবে চেতনা হয়!

পাশাপাশি, এ প্রসঙ্গে ক্লিনিমেড সংস্থার ব্যবসায়ীক প্রধান স্নেহেন্দু কোনার বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে পশ্চিমবঙ্গে স্পুটনিক ভি ট্রায়ালে অংশ নিতে পারছি। এর জেরে রাজ্যে গবেষণার একটি দিক খুলে যাবে। আগামী দিনে পশ্চিমবঙ্গের নতুন নতুন ঔষধ ও ভ্যাকসিনের জন্য আরও অনেক ট্রায়াল চালিয়ে যেতে পারবো আমরা।’

Previous articleEXCLUSIVE : দিলীপের বিস্ফোরণ, দিল্লির নেতারা মার খেলে তবে চেতনা হয়!
Next articleরাতের কলকাতায় টহলদারি বাড়ানোর নির্দেশ দিলেন নগরপাল