সুন্দরবনে গ্রেফতার ২ জলদস্যু, বাজেয়াপ্ত করা হয়েছে নৌকা

সুন্দরবনের নদীপথ থেকে ২ জলদস্যুকে গ্রেফতার করল পুলিশ। দুষ্কৃতীদের নৌকা বাজেয়াপ্ত করা হয়।

পুলিশ সূত্রে খবর, সুন্দরবনের রায়মঙ্গল নদীর তীরে এবং বাংলাদেশের নদীর সীমান্তে জলপথে টহল দিচ্ছিল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ বাহিনী। টহল দেওয়ার সময় একটি সন্দেহভাজন নৌকাকে দেখতে পায় কোষ্টাল পুলিশ। এরপর হরিখালী ফরেস্টের কাছে ওই সন্দেহভাজন নৌকাটিকে আটকে দেয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা। সেই সময় হঠাৎই নৌকা থেকে কয়েকজন দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এরপর ক্যানিং সিআইয়ের উপস্থিতিতে বিএসএফ ও বনবিভাগের পুলিশের যৌথ অভিযানে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের নাম পলাশ মণ্ডল ও সুব্রত মণ্ডল।

জানা গিয়েছে, ধৃতদের বাড়ি সুন্দরবন কোস্টাল থানার সাতজেলিয়া ও শান্তিগাছি এলাকায়। পুলিশ দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হওয়া নৌকাটি বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানান, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলপথে অভিযান চালিয়ে ২ জন জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নৌকাটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন-এবার বিজেপিকে বাংলা শাসনের সুযোগ দিন: অমিত শাহ

Previous article‘কেন ভারত’ থেকে আজ ‘ভারত নয় কেন’? বণিক সভায় সাফল্যের গল্প শোনালেন মোদি
Next articleগঙ্গাসাগর মেলায় করোনা পজিটিভ হলেই সেফ হোমে পাঠাবে কলকাতা পুরসভা