ঋষভের জায়গায় কে এল রাহুলকে চাইছেন গাভাস্কার

দ্বিতীয় টেস্টে( 2nd Test) ওপেনার হিসাবে কে এল রাহুলকে( K.L Rahul) ওপেনার হিসাবে দেখতে চান ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার( Sunil Gavaskar)। প্রথম টেস্টে ঋষভ পান্থ(Rishabh Pant) ব‍্যর্থতার পর কে এল রাহুলের ওপর ভরসা রাখছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার।

অ‍্যাডিলেডে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ( Australia) কাছে ৮ উইকেটে হারে ভারত( India)। মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় বিরাট কোহলির(Virat kohli) দল। ২৬ তারিখ মেলবোর্নে অজিঙ্কে রাহানের ( Ajinkya Rahane) নেতৃত্বে বক্সিং ডে টেস্টে ( Boxing day test) খেলতে নামছে ভারতীয় দল। সেই ম‍্যাচে সম্ভবত দুটি পরিবর্তন হতে পারে বলে মনে করছেন সুনীল গাভাস্কার। ঋষভ পন্থের পরিবর্তে কে এল রাহুলকে দলে চাইছেন তিনি। কারন প্রথম টেস্টে দুই ইনিংসে ব‍্যর্থ ঋষভ। সেই জায়গায় কে এল রাহুল যোগ‍্য বলে মনে করছেন গাভাস্কার। ওপরদিকে শুভমন গিলকে পাঁচ অথবা ছয় নম্বরে নামানো উচিৎ বলে মনে করছেন গাভাস্কার। কারন এই মুহুর্তে দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন।

প্রথম টেস্ট হার। এই মুহুর্তে ১-০ এগিয়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম‍্যাচে ভারতীয় দলকে ঘুরে দাড়াতে হবে মনে করছেন গাভাস্কার। কারন দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হলে সিরিজ হারের মুখে পড়বে ভারত। তাই দ্বিতীয় টেস্টে ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামার উপদেশ সুনীল গাভাস্কারের।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Previous articleবঙ্গ নির্বাচনের অঙ্ক বদলাতে প্রার্থী বাছাই শুরু করে দিল মিম
Next articleনেতাজির ১২৫তম জন্মবার্ষিকী : উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত ভারত সরকারের