বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে তিন পয়েন্ট চাইছেন ব্রাইট

শনিবার আইএসএলে ( isl) পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল ( sc east bengal)। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি ( bengaluru fc)। শেষ ম‍্যাচে ড্র করলেও, বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন পয়েন্ট চাইছেন লাল-হলুদ কোচ রবি ফাউলার (robbie fowler) ।

শেষ ম‍্যাচে এফসি গোয়ার ( fc goa) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল ইস্টবেঙ্গল। সেই ম‍্যাচে লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন নতুন বিদেশি ব্রাইট ( bright)। বেঙ্গালুরু ম‍্যাচে গোল করতে মুখিয়ে তিনি। তবে অবশ্যই সেই সঙ্গে ম‍্যাচ ও জিততে চান ব্রাইট। এদিন সাংবাদিক সম্মেলনে ব্রাইট বলেন, “বেঙ্গালুরুর ভাল দল। লিগ টেবিলে ভাল জায়গায় আছে তারা। তবে সেসব নিয়ে ভাবছি না। শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ই লক্ষ‍্য আমাদের।”

শেষ ম‍্যাচে মুম্বই সিটি এফসির কাছে ৩-১ গোলে হারে বেঙ্গালুরু এফসি। এই মুহূর্তে ৯ ম‍্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে বেঙ্গালুরু এফসি। তবে এসব নিয়ে ভাবতে নারাজ লাল-হলুদ কোচ রবি ফাউলার। কারণ দলে সুনীল ছেত্রী, রাহুল বেকে, হরমানজোত সিং খাবড়ার মতন ফুটবলাররা আছেন। যখন তখন ম‍্যাচ বের করে নেওয়ার ক্ষমতা তাদের আছে বলে মনে করেন ফাউলার। তাইতো বেঙ্গালুরু বিরুদ্ধে ম‍্যাচে নামার আগে সর্তক তিনি।

শেষ ম‍্যাচে ডিফেন্সের ভুলে গোল হজম করতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। প্রতি ম‍্যাচে ডিফেন্সের ভুলে গোল খেতে হচ্ছে দলকে। সেই কথা মাথায় রেখে ম‍্যাচের আগের দিন অনুশীলনে, ডিফেন্সের মেরামতি করেন ফাউলার।

আরও পড়ুন:স্টিভ স্মিথকে করা রান আউট বার বার দেখতে চাই, বললেন জাদেজা

Advt

Previous articleঅষ্টম শ্রেণীর ছাত্রকে অপহরণ করে খুন
Next articleকে ছিল জুনিয়রের বাইকে? জানতে দিনভর মৃধা দম্পতির সামনে জেরা প্রিয়াঙ্কাকে