বেঙ্গল হিমালয়ান কার্নিভাল শুরু হতে চলেছে উত্তরবঙ্গে

পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল হিমালয়ান কার্নিভাল। রাজ্যের পর্যটন দফতরের সহযোগিতায় হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের উদ্যোগেই কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। এ ছাড়াও এই কার্নিভালে সহযোগিতার হাত বাড়িয়েছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের, পশ্চিমবঙ্গ বন দফতর এবং পর্যটন ব্যবসায়ীদের সংগঠনগুলি।

সোমবার শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে কার্নিভালের উদ্যোক্তাদের সঙ্গে পর্যটনমন্ত্রীর বৈঠক হয়। এই বৈঠক কার্নিভালের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। কার্নিভালে পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিকে তুলে ধরার পাশাপাশি সেখানকার আর্থ সামাজিক,সংস্কৃতি এবং খাওয়া-দাওয়া সবই তুলে ধরা হবে। পর্যটনমন্ত্রী গৌতম দেব শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কোভিড পরিস্থিতির পর পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে আবার স্বমহিমায় ফিরিয়ে আনতে এই কার্নিভালের আয়োজন। এ ছাড়াও এদিন মন্ত্রী জানিয়েছেন, কার্নিভালে আকর্ষণ বাড়াতে রয়েছে বাইক মিছিল এবং নানা স্বাদের অনুষ্ঠান।

আরও পড়ুন-কাল ট্রাম-ট্যাবলো ঘুরবে মহানগরে, ‘বইমেলা 2021’ নিয়ে উত্তেজনার পারদ চড়ছেই

Advt

Previous articleমমতার মাস্টারস্ট্রোকে বিজেপির ‘মিম-সিদ্দিকি’ কৌশল ব্যাকফুটে, কণাদ দাশগুপ্তর কলম
Next articleসংশোধন নয়, ৩ কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে সরব তৃণমূল