দুষ্কৃতী হামলায় ক্ষতিগ্রস্ত চোখ: রাজ্য শ্যুটিং চ্যাম্পিয়নশিপে যেতে পারবেন না অনির্বাণ

দুষ্কৃতী হামলায় ক্ষতিগ্রস্ত চোখ। রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছেন না শ্যুটার (Shooter)। অভিযোগ, থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে তাঁর হোটেলে (Hotel) দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। ব্যাপক মারধরের হোটেল মালিক তথা রাজ্যস্তরের রাইফেল শ্যুটার-সহ এক কর্মচারীকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া (Chuncura) ঘড়ির মোড়ে। অভিযোগ, বন্ধের সময় বাইকে করে জনা সাতেক দুষ্কৃতী জনতা হোটেলে যায়। এরপর পছন্দসই খাবার চায় তারা। দোকান মালিক বলেন, এখন দোকান বন্ধ হচ্ছে। কোন খাবার নেই। এরপরই দুষ্কৃতীরা রাজ্যস্তরের শ্যুটার অনির্বাণ (Anirban) মারতে শুরু করে বলে অভিযোগ। মালিককে বাঁচাতে গিয়ে প্রহৃত হয় হোটেলে ম্যানেজার গোবিন্দ বারিক। লুট করা হয় ক্যাশবাক্স। ভাঙচুর করা হয় হোটেলের চেয়ার টেবিলে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর চুঁচুড়া খড়ুয়াবাজার থেকে তিন দুষ্কৃতীকে ধরা হয়। ঘটনার পর থেকেই আতঙ্কিত আক্রান্ত সহ গোটা ঘড়ির মোড়ের ব্যবসায়ীরা। দুষ্কৃতীদের মারে দুচোখ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অনির্বাণের। বাঁ চোখে কিছুই দেখতে পাচ্ছেন না তিনি। বাধ্য হয়েই আসানসোলে অনুষ্ঠিত রাজ্য শ্যুটিং চ্যাম্পিয়নশিপে আর অংশগ্রহণ করতে পারবেন না তিনি।

আরও পড়ুন- মুখ্যসচিবের আশ্বাস: আপাতত হচ্ছে না ৭২ ঘণ্টার বাস ধর্মঘট

Advt

Previous articleমুখ্যসচিবের আশ্বাস: আপাতত হচ্ছে না ৭২ ঘণ্টার বাস ধর্মঘট
Next articleডায়মন্ডহারবারের জনসভা থেকে তৃণমূলকে একযোগে আক্রমণ শোভন-বৈশাখীর