মোদির ব্রিগেডের আগেই শহর মুড়বে মমতার পোস্টার,ব্যানার, ফ্লেক্সে

মোদির ব্রিগেডের দিন কলকাতা শহর মুড়ে ফেলা হবে তৃণমূল (TMC)এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পোস্টার,ব্যানার, ফ্লেক্সে৷

কলকাতায় পা রেখে প্রধানমন্ত্রী যাতে বুঝতে পারেন বাংলা বা কলকাতা মানেই মমতা৷
বিদায়ী কাউন্সিলর বা কো-অর্ডিনেটরদের বলা হয়েছে, বিজেপির (BJP) কর্মসূচির জন্য নয়, ভোট আসন্ন, তাই দলের তরফে এভাবেই প্রচারের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৭ মার্চ ব্রিগেড সমাবেশ (Brigade) করছে বিজেপি৷ সমাবেশের প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ তৃণমূলের পরিকল্পনা, ওইদিন শহরজুড়ে দেখা যাবে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার আর ব্যানার৷ বৃহস্পতিবার দলের তরফে কলকাতা পুরসভার বিদায়ী কাউন্সিলর বা কো-অর্ডিনেটরদের এই নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন:নয়া সংসদ ভবন থেকে প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত থাকবে গোপন সুড়ঙ্গ পথ

এদিন তৃণমূল ভবনে কলকাতার সব বিধায়ক, কো-অর্ডিনেটরদের নিয়ে বৈঠকে বসেন দলের শীর্ষনেতারা। সূত্রের খবর বৈঠকেই দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ৭ তারিখের বিজেপির ব্রিগেড সমাবেশের আগেই কলকাতা ছেয়ে ফেলতে হবে দলের পোস্টার, ব্যানার, হোর্ডিংয়ে। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, ‘বাংলার গর্ব মমতা’ ইত্যাদি স্লোগান লেখা ব্যানারে মুড়ে ফেলতে হবে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড৷

Advt

Previous articleনাড্ডার বাড়িতে চলছে বৈঠক, আছেন শাহ, দিলীপ- শুভেন্দুকে নিয়ে চর্চা তুঙ্গে
Next articleদলে যোগ দিয়ে ‘প্রাণের দিদি’র জন্য কীর্তন গেয়ে আস্থা জানালেন অদিতি