‘দলের জন্য খেলতে পারার থেকে আনন্দের কিছু হয় না’ ম‍্যাচের সেরা হয়ে বললেন পন্থ, সিরিজ সেরা হয়ে খুশি অশ্বিন

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ( narendra modi stadium )চতুর্থ টেস্ট (4 th test) জিতে ইংল‍্যান্ডের( england) বিরুদ্ধে সিরিজ জয় ভারতের( india)। এই জয়ের মূল কাণ্ডারি অবশ্যই ঋষভ পন্থ( rishav panth)। ১১৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। শুধু ইনিংসই নয়, সময় বুঝে সেই ইনিংস সাজানোর কারণেই তাঁর হাতে উঠে এল ম্যাচের সেরার শিরোপা।

ম‍্যাচ সেরার পুরষ্কার হাতে পেয়ে পন্থ বলেন,” অনুশীলন প্রচণ্ড সাহায্য করেছে আমাকে। আত্মবিশ্বাস বেড়েছে, তার প্রভাব পড়েছে ব্যাটিং এবং উইকেটরক্ষণে। এই ইনিংসটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। দল চাপে ছিল। ১৪৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল। দলের জন্য খেলতে পারার থেকে আনন্দের কিছু হয় না।”

এদিকে সিরিজে সেরার পুরষ্কার পেলেন রবীচন্দ্রন অশ্বিন। এদিন সাংবাদিক সম্মেলনে অশ্বিন বলেন, “আমি অত্যন্ত খুশি। আমর বল উইকেটে কাজ করেছে। পুরোনো ম‍্যাচের ভিডিও দেখে নিজের ভুল শোধরানোর চেষ্টা করেছি।”

আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড

Advt

Previous articleবাসে উঠলে বমি পায়! জেনে নিন কয়েকটা ঘরোয়া টোটকা
Next articleবাগডোগরা পৌঁছেই রবিবারের কর্মসূচি জানালেন স্বয়ং মমতা