‘আঘাত করে দিদির মনোবল ভাঙা যাবে না’, মমতাকে দেখতে গিয়ে মন্তব্য নুসরতের

প্রচারে গিয়ে বুধবার নন্দীগ্রামে(Nandigram) পায়ে গুরুতর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান(Nusrat Jahan)। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু নেত্রী। তাঁর মনোবল ভাঙা এত সহজ নয়।

আরও পড়ুন:নেত্রীর উপর হামলা: দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানাবে তৃণমৃল

নুসরত জাহান বলেন, ‘দিদির শরীর খারাপ। দিদি বিশ্রামে থাকবেন। কী হয়েছে, না হয়েছে, কারা ধাক্কা মেরেছে সেটা নিয়ে তদন্ত হবে। কিন্তু একজন মানুষের মনোবল কখনওই ভেঙে ফেলা যায় না। আর দিদির মনোবল ভীষণ শক্ত। তিনি রাস্তায় দাঁড়িয়ে লড়তে ভালোবাসেন। অবশ্যই তিনি ফাইট ব্যাক করবেন।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী আহত হওয়ার পর টুইটারেও সরব হতে দেখা গিয়েছিল নুসরত জাহানকে। টুইটে তিনি লেখেন, কোনও ষড়যন্ত্র দিয়েই মুখ্যমন্ত্রীকে রোখা যাবে না। সে প্রসঙ্গে এদিন তিনি বলেন, বিরোধীদের টুইট ফলো করলে বুঝবেন, আমি নাম না নিয়েই বলছি। বিরোধী নেতাদের করা টুইট, যা দেখলে এমনিতেই মনোবল ভেঙে যায়, মনে হয় সব কিছু সাজানো। তাতেই মনটা একটু ভেঙে গেছে। নির্বাচনটা স্বচ্ছভাবে হওয়া উচিত্‍। এটাই সবাইকে অনুরোধ করব, বিরোধীদের কাছেও এই অনুরোধ রাখব। ক্লিন ফাইট থাকুক।‘

Advt

Previous articleচ‍্যাম্পিয়নের ট্রফি নিয়ে কলকাতায় ফিরতে মরিয়া হাবাস ব্রিগেড
Next articleতিলোত্তমার মুকুটে নয়া পালক, বিশ্বের তৃতীয় স্থানে উঠে এল বাংলা