ভাগ্নে চান মামলা প্রত্যাহার, নারাজ মৃত কুরবানের দাদা

calcutta high court
কলকাতা হাইকোর্ট

পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা মামলায় নতুন মোড়। কুরবান শা খুনের মামলা চালাতে চান না তাঁর ভাগ্নে জহর আলি শা। এর নেপথ্যে রয়েছে আনিসুর রহমানের  হাত৷ এমনটাই দাবি কুরবান পরিবারের৷ প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কুরবান শা মৃত্যু সংক্রান্ত মামলা করেছিলেন তাঁর ভাগ্নে জহর আলি শাহ৷ ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে অভিযুক্ত আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট৷ এদিকে বুধবার জহর আলি শা তাঁর আইনজীবীদের মাধ্যমে আদালতকে জানান, তিনি আর এই মামলা চালাতে চান না৷ মামলা প্রত্যাহার করে নিতে চান৷ তবে মামলা প্রত্যাহারে নারাজ মৃত কুরবানের দাদা৷ এমনটাই দাবি আইনজীবীদের৷ প্রধান বিচারপতিকে এই বিষয়ে অবহিতও করেন আইনজীবীরা৷
এদিন হাইকোর্টে উপস্থিত হয়ে কুরবান শাহের দাদা আফজাল সাহা জানান, ‘জেলবন্দি আনিসুর ও তার সহযোগীরা আমাদের এবং আমাদের পরিবারকে ক্রমাগত হুমকি দিচ্ছে, আমাদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। সম্ভবত সেই কারণেই আমাদের ভাগ্নে জহর আলী শাহ মামলা তুলে নিতে চাইছে।

Previous articleজখম মুখ্যমন্ত্রী: নন্দীগ্রামে ঘটনাস্থলে জেলাশাসক, পুলিশ সুপার
Next articleবিকল্প কোথায়? অসুস্থ শরীরেও প্রচারে নামতে হবে মমতাকেই, কণাদ দাশগুপ্তর কলম