ফের ধাক্কা শেয়ারবাজারে, ১৫৪ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৪৯,৫৯১.৩২ (⬇️ -০.৩১%)

🔹নিফটি ১৪,৮৩৪.৮৫ (⬇️ -০.২৬%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির প্রভাব ফের নেমে এলো দেশের শেয়ারবাজারে। গত কয়েকদিন ধরে টালমাটাল পরিস্থিতির পর শুক্রবার ফের ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। টানা যেভাবে শেয়ার বাজারে পতন ঘটছে তাতে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। যদিও পরিস্থিতি সামাল দিয়ে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৫৪.৭৯ পয়েন্ট বা -০.৩১ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৯,৫৯১.৩২। এনএসই নিফটি (NSE Nifty) নেমেছে -৩৮.৯৫ পয়েন্ট বা -০.২৬ শতাংশ নেমে হয়েছে ১৪,৮৩৪.৮৫। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

Advt

Previous articleউন্নাও ধর্ষণকাণ্ডে দোষী কুলদীপের স্ত্রীকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করল বিজেপি
Next articleরানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ প্রয়াত