‘কোটি কোটি টাকার বিনিময়ে প্রচার বন্ধের প্রস্তাব দিচ্ছে ওরা’, গুরুতর অভিযোগ মমতার

বিজেপি প্রার্থী পায়নি তাই লকেটকে দাঁড় করিয়েছে, কটাক্ষ মমতার

রাজ্যে ভোটপ্রচারের শুরু থেকেই দফায় দফায় বিজেপির (BJP)বিরুদ্ধে ভোটে বেআইনি টাকা বিলির অভিযোগ এনেছে তৃণমূল। একই অভিযোগে বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (MAMATA BANERJEE)। আরও একবার সরাসরি সেই অভিযোগ এনে বিজেপিকে বিদ্ধ করলেন মমতা৷

তৃণমূল সুপ্রিমো বলেছেন, “সব হোটেলে ভর্তি ভর্তি টাকা। সবাইকে টাকা দিয়ে কিনে নিচ্ছে। অনেক রাজনৈতিক নেতাকেও ওরা টাকা দিয়ে কিনেছে। টাকায় বিক্রি হয়েছে, গদ্দাররা। কটা নাম বলবো, অনেক গদ্দার, মিরজাফর বিক্রি হয়েছে টাকায়।”

আরও পড়ুন:কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জেরে মমতাকে দ্বিতীয় নোটিশ কমিশনের

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন,তৃণমূল প্রার্থীদের মধ্যেও বিজেপি টাকা ছড়াচ্ছে৷ তৃণমূল সুপ্রিমো বলেছেন, “ওরা বলছে, এই নে, টাকাটা নিয়ে নে, প্রচারে নামবি না। ২৫ কোটি টাকা নে। আবার শুনছি তৃণমূল প্রার্থীদেরও বলছে, তোমাদের টাকা লাগবে? নিয়ে নাও পরে শোধ দিয়ে দিও। মানে পরে ওদের সঙ্গে যেও।” নিজের দলের ‘গদ্দার’দের বিরুদ্ধে ফের সরব হয়ে তৃণমূলনেত্রীর অভিযোগ, “টাকা দিয়ে গদ্দারদের কিনে নিচ্ছে বিজেপি।

Advt

Previous articleবালিগঞ্জে যান্ত্রিক বিভ্রাট, অফিস টাইমে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত
Next articleশেষপর্যন্ত মৃত্যুই হল নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীর