বালিগঞ্জে যান্ত্রিক বিভ্রাট, অফিস টাইমে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত

ফের সকালে অফিস টাইমে ব্যাহত লোকাল ট্রেনের (Local Train) পরিষেবা। কয়েক ঘন্টার জন্য স্তব্ধ শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার (Sealdah South Section) লাইনে ট্রেন চলাচল। বালিগঞ্জ (Ballygunj) স্টেশনের কাছে সিগন্যালের যান্ত্রিক বিভ্রাটের (Signal Problem) জন্য ব্যাহত শিয়ালদহগামী ট্রেন চলাচল। অফিস টাইমে হঠাৎ করে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। সোনারপুর, বারুইপুর, ক্যানিং, জয়নগর, যাদবপুর, বজবজ, ডায়মন্ডহারবার, কাকদ্বীপ, নামখানা লাইনে কোনও লোকাল ট্রেনই আপাতত চলছে না। প্রতিটি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন।

আরও পড়ুন:কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জেরে মমতাকে দ্বিতীয় নোটিশ কমিশনের

একেই অফিস টাইমের ভিড়, তার উপর ভ্যাপসা গরমে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় নিত্যযাত্রীদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। যা নিয়ে তৈরি হয়েছে যথেষ্ট ক্ষোভ। পূর্ব রেলের তরফে যাত্রীদের আশ্বস্ত করা হচ্ছে দ্রুত সিগন্যালের সমস্যা সমাধান করা হবে। বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। রেল তরফে ত্রুটি সরানোর কাজ চলছে।

Advt

Previous articleচতুর্থ দফার ৪৪ আসনে ‘স্টার’ প্রার্থীর ছড়াছড়ি
Next article‘কোটি কোটি টাকার বিনিময়ে প্রচার বন্ধের প্রস্তাব দিচ্ছে ওরা’, গুরুতর অভিযোগ মমতার