সুজন চক্রবর্তী-সহ নির্দল প্রার্থীর পোলিং এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো!

চতুর্থদফার ভোটগ্রহণের শুরু থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর। যাদবপুরের সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিআইএম (Cpim) নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) পোলিং এজেন্টর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। শনিবার সকালে সুজন চক্রবর্তীর পোলিং এজেন্ট দীপ্তি লাহিড়ী বুথে গিয়ে বসার পরেই গোলমাল বাধে। যাদবপুরের (Jadavpur) গাঙ্গুলিবাগান এলাকার রায়পুরের একটি বুথের ওই পোলিং এজেন্টে জানান, তিনি এক ভুয়ো ভোটারকে চিহ্নিত করেছিলেন। আর তারপরেই সিপিআইএমের এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ একই সঙ্গে রায়পুর প্রাইমারি স্কুলের বুথে নির্দল প্রার্থী অতনু চট্টোপাধ্যায়ের পোলিং এজেন্ট সুনন্দা দাসের চোখেও লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ মানতে চায়নি শাসকদল।

আরও পড়ুন-বিজেপি ১০০ পার করতে পারবে না, অডিও ক্লিপ বিতর্কে জল ঢেলে ফের দাবি পিকের

Advt

Previous articleবিজেপি ১০০ পার করতে পারবে না, অডিও ক্লিপ বিতর্কে জল ঢেলে ফের দাবি পিকের
Next articleপ্রবল বিক্ষোভের মুখে চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, গাড়ি ভাঙার অভিযোগ