‘জাতীয় বিপর্যয়’ চলছে, কেন্দ্র ও রাজ্যের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

কোভিড (covid) সংক্রমণের কারণে দেশে ‘জাতীয় বিপর্যয়’ (national disaster) চলছে বলে উল্লেখ করল সুপ্রিম কোর্ট (supreme court)। করোনা অতিমারির এই সংকট সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মোকাবিলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারগুলি কী কী ব্যবস্থা নিয়েছে তার রিপোর্ট চাইল শীর্ষ আদালত। বলা হয়েছে, রাজনৈতিক মতভেদের উর্ধে উঠে এই জাতীয় বিপর্যয়ের মোকাবিলা করে মানুষের প্রাণ বাঁচাতে হবে। মানুষের স্বার্থে প্রয়োজনে এই কাজে গলদ দেখলে হস্তক্ষেপ করবে আদালত।

মঙ্গলবার কোভিড সঙ্কট পরিস্থিতি সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানেই রাজ্যগুলির কাছে স্বাস্থ্য পরিকাঠামোর বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। বাড়তে থাকা সংক্রমণ সামাল দেওয়ার মতো পরিকাঠামো রাজ্যগুলির আছে কি না সে ব্যাপারেই রিপোর্ট দিতে বলেছে আদালত। অন্যদিকে কেন্দ্রকে আদালত প্রশ্ন করেছে, আগামী এক সপ্তাহে দেশের অক্সিজেন চাহিদা মেটানোর জন্য কী কী পদক্ষেপ করা হয়েছে। চাহিদাভিত্তিক যোগান কতটা কী আছে কেন্দ্রের হাতে? যে সমস্ত এলাকায় করোনা সংক্রমণ বেশি সেখানে পর্যাপ্ত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মী আছে কি না, তা-ও কেন্দ্রকে জানাতে বলেছে শীর্ষ আদালত। আগামী ১ মে থেকে ১৮ বছরের উর্ধ্বে টিকা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রের কাছে আদালত জানতে চেয়েছে, তৃতীয় পর্যায়ের এই টিকাকরণের জন্য প্রয়োজনীয় টিকা দেশে মজুত আছে কি না। এই সমস্ত বিষয় জানিয়ে কেন্দ্রকে একটি হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এর পাশাপাশি, করোনা মোকাবিলার দু’টি গুরুত্বপূর্ণ ওষুধ রেমডেসিভির এবং ফাভিপিরাভির-এর সুবিধা সমস্ত রোগী পাবে কি না সে ব্যাপারেও বিশদ তথ্য জানাতে বলেছে সুপ্রিম কোর্ট।

Advt

 

Previous articleবিজয় মিছিলে নিষেধাজ্ঞা দিলেই হবে না, কার্যকর করতে হবে! হাইকোর্টের নিশানায় কমিশন
Next articleকরোনা পরিস্থিতিতে মালদহ মেডিক্যালে চালু নয়া পরিষেবা