Thursday, December 4, 2025

টাকা আদায়ে করোনা আক্রান্ত স্ত্রীকে নিয়ে বাড়িতে হাজির পাওনাদার, চাঞ্চল্য বৈদ্যবাটীতে

Date:

Share post:

টাকা আদায় করতে করোনা (Carona) আক্রান্তকে নিয়ে গিয়ে ভয় দেখানোর অভিযোগ। দাদনের টাকা ফেরত না পেয়ে ইট ভাঁটা মালিকের বাড়িতে করোনা আক্রান্ত স্ত্রীকে বসিয়ে দিয়ে রাখলেন পাওয়ানাদার। ঘটনায় চাঞ্চল্য বৈদ্যবাটীতে। বৈদ্যবাটী মাটিপাড়ার বাসিন্দা গঙ্গারাম সরকার (Gangaram Sarkar) ইটের ব্যবসা করেন। বৈদ্যবাটী (Boidhyabati) নিমাইতীর্থ ঘাট এলাকার ইটভাঁটা মালিক শেষনাথ সিংয়ের সঙ্গে ইটের কারবার করার জন্য পাঁচলাখ টাকা দাদন দেন কয়েক মাস আগে। তিনদিন আগে তাঁর স্ত্রী জয়া সরকার (Jaya Sarkar) করোনা আক্রান্ত হন। চিকিৎসার জন্য টাকা ফেরত চান গঙ্গারাম সরকার। অভিযোগ,বেশ কয়েকবার বলা সত্ত্বেও টাকা দেননি শেষনাথ। এমতাবস্থায় স্ত্রীর করোনা চিকিৎসার জন্য মালিকের হোয়াটসঅ্যাপে স্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট পাঠিয়ে টাকা চান। কিন্তু তাও টাকা না দেওয়ায় করোনা আক্রান্ত স্ত্রীকে টোটোতে চাপিয়ে নিয়ে সটান হাজির হন ইটভাঁটা মালিকের বাড়িতে।

আরও পড়ুন:অতিমারি নিয়েও সংকীর্ণ রাজনীতি মোদির, দিল্লির মুখ্যমন্ত্রীর ক্ষমতা কেড়ে নিলো কেন্দ্র

করোনা আক্রান্তের যখন সেফ হোমে থাকার কথা তখন পাওনা টাকা আদায় করতে তাঁকে নিয়ে হাজির হওয়ায় চাঞ্চল্য ছড়ায় বৈদ্যবাটিতে। দেড়ঘণ্টা সেই বাড়িতে বসে থাকেন। অবশেষে দশ হাজার টাকা আদায় করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন গঙ্গারাম। তাঁর অভিযোগ, ইটও দেননি টাকাও ফেরত দেননি শেষনাথ সিং। অন্য দিকে শেষনাথ সিং-এর দাবি, ইটভাঁটা বন্ধ রয়েছে কয়েক মাস ধরে। আর্থিক সমস্যার কথা জানানো হয়ে ছিল। দাদনের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলা সত্ত্বেও এই কাণ্ড ঘটিয়েছেন গঙ্গারাম। ইটভাঁটা লাগোয়া বাড়িতে ছোটো বাচ্চা নিয়ে বাইশ জন সদস্য আছেন। তাঁদের যদি করোনা হয় তার দায় কে নেবে? করোনা আক্রান্তকে তাঁর বাড়িতে নিয়ে আসার পর প্রশাসনের সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ ইটভাঁটা মালিকের। ঘটনায় শ্রীরামপুর মহকুমা শাসক ও পুলিশে অভিযোগ করবেন বলেও জানান তিনি। ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা সাবান জল ঢেলে ধুয়ে সাফ করেন গোটা বাড়ি।

Advt

spot_img

Related articles

‘চাকরি খেতে’ ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের যাওয়ার ভাবনা সিপিএম-বিজেপির! ধুয়ে দিলেন কুণাল

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) রায় খারিজ করে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে কলকাতা হাই...

লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজ, পুলিশের চাকরিতে যোগ দিয়েই অনুশীলন শুরু রিচার

বিশ্বকাপজয়ের উদযাপন শেষ। বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করে দিলেন রিচা ঘোষ(Richa Ghosh)। বুধবারই রাজ্য পুলিশের ডিএসপি পদে যোগ...

সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল, ফাইনালের আগে চিন্তা বাড়ালেন অস্কার

সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল(East Bengal)।   গোয়ায় সুপার কাপের সেমিফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল...

পাওয়ার কোচের প্রস্তাব শুনে হন অবাক, নতুন দায়িত্ব প্রসঙ্গে কী বলছেন রাসেল?

কয়েকদিন আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল(Andre Russell)। তবে কেকেআর শিবিরে তাঁকে দেখা যাবে পাওয়ার কোচ হিসাবে।...