আর খানিক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সামান্য বৃষ্টিতেই কিছুটা হলেও মিলেছে স্বস্তি। সোমবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই সপ্তাহজুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৫ মে থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা গিয়েছে। কলকাতাসহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-২০২১-এর বিধানসভা নির্বাচন: তারকাদের সাফল্য-ব্যর্থতা

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
