প্রতিদিন প্রায় ১০০০ রেলকর্মী করোনায় আক্রান্ত হচ্ছেন

প্রতিদিন করোনায় (corona pandemic) আক্রান্ত ( rail workers) হচ্ছেন প্রায় ১০০০ কর্মী। করোনার ভাইরাসের সংক্রমণে এখনও পর্যন্ত ১৯৫২ জন রেলকর্মীর মৃত্যু হয়েছে। এমনই মর্মান্তিক তথ্য শোনালেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সুনিত শর্মা(chairman of railway board sunit sharma)। চেয়ারম্যান বললেন, এখনও প্রায় ৪০০০ রেলকর্মী এবং তাদের পরিবারের অনেক সদস্য করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। “আমাদের নিজস্ব হাসপাতাল রয়েছে এবং আমরা বেড আরো বাড়িয়েছি। এর পাশাপাশি রেলওয়ে হাসপাতালগুলিতে অক্সিজেন প্ল্যান্টও বসানো হয়েছে। আমরা আমাদের কর্মীদের সুস্থ করে তোলার জন্য সব রকম চেষ্টা করছি।” বললেন সুনিত শর্মা। অন্যদিকে, ফেডারেশন অফ অল ইন্ডিয়া রেলওয়ের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্রর দাবি“এক লক্ষেরও বেশি রেলকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে প্রায় ৬৫ হাজার কর্মী সুস্থ হয়েছেন এবং কাজে যোগ দিয়েছেন।”

 

Previous articleহাসপাতালের কার্নিশে করোনা রোগী, পিপিই কিট পরে উদ্ধার
Next articleপ্রসঙ্গ গণতন্ত্র: সুজনের ব্যঙ্গ, পাল্টা কটাক্ষ কৃশানুর