পুনর্বিবেচনার আর্জি নিয়ে আজই হাইকোর্টে চার মন্ত্রী-নেতা

হাই কোর্ট

নারদ-মামলায় সোমবার রাতে জারি করা নির্দেশ পুনর্বিবেচনার আবেদন নিয়ে মঙ্গলবারই হাইকোর্টে ভারচুয়াল আর্জি জানাতে পারেন গ্রেফতার হওয়া চার মন্ত্রী-নেতা৷ সূত্রের খবর, মঙ্গলবার দুপুরেই হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে এই আবেদন জানাবেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়৷


প্রধান বিচারপতি এজলাশে ‘মেনশন’ করা হবে প্রথমে৷ আদালত শুনানির অনুমতি দিলে আজই সওয়াল করবেন
চার নেতা-মন্ত্রীর আইনজীবীরা৷ হাইকোর্টে ৪ জনের আর্জি, তাঁদেরকে বাদ দিয়েই সোমবার মামলার শুনানি হয়েছে। তাঁদেরও কিছু বলার আছে৷

Advt

Previous articleএকপক্ষের বক্তব্য শুনেই কেন জামিনে স্থগিতাদেশ? হাইকোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কল্যাণ
Next articleবিজেপি ছাড়লেন দীপেন্দু বিশ্বাস, ফের তৃণমূলে যোগ দেবেন?