Tuesday, August 26, 2025

নবান্নে আলাপন: বদলির নির্দেশ প্রত্যাহারের আবেদন করে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মুখ্যসচিবকে ছাড়ছে না রাজ্য। সেই কারণে সোমবার দিল্লি গিয়ে কাজে যোগ দেননি আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। বদলে তাঁর মুখ্যমন্ত্রী ডাকা বৈঠকে থাকার সম্ভাবনা বেশি। এই পরিস্থিতিতে আলাপনের বদলির নির্দেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী চিঠিতে লেখেন, 24 মে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যসচিব হিসেবেই এক্সটেনশন দেওয়া হয়েছে। কিন্তু তারপর দেখা যাচ্ছে 28 মে তাঁকে দিল্লিতে (Delhi) গিয়ে অন্য পদে জয়েন করতে বলা হচ্ছে। এখানে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী- এটা কি কলাইকুন্ডা বৈঠকের সঙ্গে সম্পর্কযুক্ত? তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সোমবারে নবান্নে নির্ধারিত সময়েই কাজে যোগ দিয়েছেন আলাপন।

মুখ্যসচিবের বদলি ঘিরে সংঘাত রাজ্য ও কেন্দ্রের। মুখ্যসচিবকে ছাড়ছে না রাজ্য। এই মনোভাব আগেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার অবস্থান স্পষ্ট করে নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মমতা। পাঁচ পাতার চিঠিতে সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানিয়েছেন তিনি।

সোমবারই অবসরের পূর্বনির্ধারিত দিন ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু রাজ্যের কাজে বিশেষ করে কোভিড (Covid) পরিস্থিতি এবং ইয়াসের ক্ষয়ক্ষতির মোকাবিলায় তাঁকে প্রয়োজন বলে চাকরির মেয়াদ তিন মাস বাড়ানোর সুপারিশ করে রাজ্য। তাতে সিলমোহর দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু হঠাৎ করেই শুক্রবার প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকের সুর কাটায় সেদিন রাতেই আলাপনের বদলির নির্দেশ আসে। একে “রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ মনোভাব” বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এরপর জানা যায়, রাজ্য ছাড়ছে না এখন আলাপনকে এবার সরাসরি প্রধানমন্ত্রীকেই নির্দেশ প্রত্যাহারের আবেদন জানালেন মমতা। চিঠিতে তিনি লেখেন এই নির্দেশ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ওপর আঘাত করবে। কারণ, এই বদলি বিষয়ে রাজ্য সঙ্গে কোনো আলোচনা করেনি কেন্দ্র। যদি একজন মুখ্যসচিবের সঙ্গে এ ধরনের আচরণ করা হয় তাহলে অন্যান্য আমলাদের উপরেও বিরূপ প্রতিক্রিয়া পড়বে বলে মত মমতার।

এদিকে, সোমবার নবান্নে গিয়ে নিজের কাজও শুরু করে দিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

 

Advt

spot_img

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...