বাজারে আগুন মুরগির মাংসের দাম, কেজি প্রতি বিকোচ্ছে ২২০ টাকায়

বাজারে একধাক্কায় অনেকটাই বেড়েছে মুরগির মাংসের দাম। দুপুরে গরম ভাতের সঙ্গে ‘চিকেন লেগ পিস’ জোটাতে একপ্রকার কালঘাম ছুটে যাচ্ছে মানুষের। এক ধাক্কায় মুরগির মাংসর দাম বেড়ে দাঁড়িয়েছে ২২০ টাকা। কোথাও কোথাও তা বিকোচ্ছে ২৪০-এও।  আর এই আকাশছোঁয়া দামে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। তবে আচমকাই হঠাৎ কেন বাড়ল মুরগির দাম?

বর্ষার সময় পোলট্রির দাম কমে যায়। তবে এ বছর উল্টে তা বাড়ছে। বিক্রেতাদের একাংশ বলছেন, ইয়াসের পরবর্তী সময় থেকেই বেড়েছে মুরগির দাম। মুরগি প্রতিপালন ঠিক মতো হচ্ছে না। ইয়াসের তাণ্ডবে রাজ্যের প্রায় ৫০টি মুরগি ফার্ম নষ্ট হয়ে গিয়েছে। যার জেরে পুরো বাংলাতেই মুরগির সাপ্লাই বিঘ্নিত হয়েছে।’ বিক্রেতারা আরও জানাচ্ছেন, আগে যেখানে ৮০ টাকা কেনা পড়ত এখন সেখানে বিক্রেতাদের কেনা পড়ছে ১১৮-১২০ টাকা। ফলে গোটা মুরগি ১৬০ টাকা এবং কাটা ২২০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে তাঁদের। ক্রেতারা বলছেন, বাজারে সবজির দামও আগুন। সবকিছুর দাম যদি এভাবে বেড়ে যায় তাহলে মানুষ খাবে কি?

পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দামও। ডিমের দাম কোনও কোনও বাজারে দাম ৬ থেকে সাড়ে ৬ টাকা। আবার কোনও বাজারে ডিম বিক্রি হচ্ছে ৭ থেকে সাড়ে ৭ টাকা দরে। কোথাও আবার দাম পৌঁছেছে ৮ টাকায়। মূলত জোগান কম থাকার জন্যই ডিমের দাম বাড়ছে বলে মত বিক্রেতাদের।

আরও পড়ুন- বিধায়ক-পরিচালক রাজের সৌজন্যে এককাট্টা টলিপাড়া! বুধবার শুরু ধারাবাহিকের শুটিং

 

Previous articleবিধায়ক-পরিচালক রাজের সৌজন্যে এককাট্টা টলিপাড়া! বুধবার শুরু ধারাবাহিকের শুটিং
Next articleরাজ্যে পুলিশের ডিজি হওয়ার দৌড়ে সাত অফিসারের মধ্যে একজন মহিলাও