মহামারি আবহে এবারও তৃণমূলের সবচেয়ে বড় সমাবেশ ২১ জুলাই হবে ভার্চুয়ালি

সংক্রমণ কমলেও মহামারি (Pendamic) আবহ থেকে এখনও পুরোপুরি মুক্ত হতে পারেনি এই দেশ বা রাজ্য। সেই বিষয়টি মাথায় রেখে এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে গত বছরের মতো এ বছরও ২১ জুলাই (21st July Rally) ট্র্যাডিশন মেনে “শহিদ দিবস”র ধর্মতলায় মঞ্চ বেঁধে নয়, হবে ভার্চুয়ালি। আজ, সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল (TMC) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

গত বছরের মতো ২১ জুলয় ভার্চুয়ালি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন পার্থ চট্টোপাধ্যায় জানান, ”দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির (Subrata Boksi) সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি আমরা। দলনেত্রীর সঙ্গেও কথা হয়েছে। অনুষ্ঠান কীভাবে করা যায় সে বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে। তবে এবারও ২১ জুলাই সমাবেশ ভার্চুয়ালি (Virtual) হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তই হয়েছে।”

Previous articleজামিনের শুনানি আগেই প্রয়াত এলগার পরিষদ মামলায় অভিযুক্ত সমাজকর্মী স্ট্যান স্বামী
Next articleদেশে যে আইনই নেই, সেই আইনে কীভাবে FIR ? কেন্দ্রকে নোটিশ ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের