স্বাধীনতা দিবসে করোনামুক্ত বিশ্বের অঙ্গীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

স্বাধীনতা দিবস ( independence day of America) হোক করোনার মতো ভয়ঙ্করতম ভাইরাসের (Karuna pandemic) থেকে মুক্তির উদযাপন দিবস। রবিবার ৪ জুলাই আমেরিকার (america) জন্মদিনে হোয়াইট হাউসে (White House) উপস্থিত অতিথিদের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) এভাবেই মনের ভাব ব্যক্ত করেন । করোনাকে তুলনা করলেন ১৭৭৬ সালে ব্রিটিশ (British rule) রাজত্বের বন্দিত্ব ত্থেকে মুক্তির সঙ্গে । করোনাকে জয় করেছে আমেরিকার মানুষ। জয় করার চেষ্টা করছে় সারা বিশ্ব । স্বাধীনতা দিবসে দেশের সেই সাফল্যকেই উদযাপন করলেন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। সেইসঙ্গে মনে করিয়ে দিলেন করোনা সংক্রমণ এখনও পৃথিবী থেকে পুরোপুরি বিদায় নেয়নি। করোনা সংক্রমণে এখনও পর্যন্ত ৬ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি । প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে কটাক্ষ করে তিনি বলেন, “গত বছর আমরা জীবনের অন্ধকারময় সময় কাটিয়েছিলাম। এ বার আমরা উজ্জ্বল ভবিষ্যত দেখব।” রবিবার স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশজুড়েই নানা উৎসব অনুষ্ঠান পালন করা হয়।

 

Previous articleকোভিশিল্ড নেওয়া ৮৩.৯ শতাংশ মানুষ করোনার ডেল্টা রুখতে সক্ষম, বলছে ICMR
Next articleকলকাতায় পেট্রোলের দাম ৯৯ টাকা ৮৪ পয়সা, বঙ্গে কোথায় কোথায় পেরোল ১০০?