শ্রীলঙ্কার ব্যাটিং কোচের পর এবার করোনায় আক্রান্ত দলের তথ‍্য বিশ্লেষক

শ্রীলঙ্কার( srilanka) ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার (Grant Flower) পর এবার করোনায় আক্রান্ত হলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের তথ‍্য বিশ্লেষক জি টি নিরোসান( G T Niroshan)। শুক্রবার করোনার রিপোর্ট পজেটিভ আসে তাঁর। ভারতের সঙ্গে ম্যাচ খেলতে নামার আগেই করোনা আতঙ্ক ঘিরে ধরেছে লঙ্কা বাহিনীকে।

ইংল‍্যান্ড থেকে ফেরার তিন দিন পরে করোনায় আক্রান্ত হন ফ্লাওয়ার। এই মুহূর্তে চিকিৎসকদের তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। মৃদু উপসর্গও রয়েছে ফ্লাওয়ারের। ফ্লাওয়ারের পরে আক্রান্ত হলেন দলের তথ্য বিশ্লেষক। দ্বিতীয় কোভিড টেস্টের রেজাল্টে এই দু’জনের এখনও পর্যন্ত পজিটিভ বেরিয়েছে। তবে দলীয় সূত্রের খবর, শ্রীলঙ্কার এই দুই সদস্য করোনা আক্রান্ত হলেও তার প্রভাব দলের উপর নতুন করে পড়বে না।

১৩ জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। শ্রীলঙ্কায় তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম‍্যাচ খেলবে শিখর ধাওয়ানরা। তবে যেভাবে শ্রীলঙ্কা শিবিরে একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন, সেই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সকলেই।

আরও পড়ুন:টি-২০ ক্রিকেটে দ্বিশতরান করে রেকর্ড গড়লেন সুবোধ ভাটি

 

Previous articleলকডাউনের পরিস্থিতি সামলে ৩ হাজার ৭৩৩ কোটি টাকা বিনিয়োগ ‘ওলা’-র
Next articleনতুন তথ্য-প্রযুক্তি আইনের সব মামলার স্থানান্তর নিয়ে ১৬ জুলাই সুপ্রিম কোর্টে শুনানি