Sunday, August 24, 2025

জ্বালানি তেল, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতায় জায়গায় জায়গায় তৃণমূলের মিছিল, অবস্থান বিক্ষোভ

Date:

Share post:

হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। কলকাতায় ১০১ টাকা ছাড়িয়েছে পেট্রোলের দাম। লিটার প্রতি ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৯৭ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম ১০০ ছোঁয়ার আগেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। এই পরিস্থিতিতে জেলায় জেলায় জ্বালানি দামবৃদ্ধির প্রতিবাদ-বিক্ষোভ চলল দিনভর।

এদিন রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র নেতৃত্বে একটি মিছিল হয়। সেখানে তৃণমূল নেতা সাইকেলে চেপে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মিছিলে নামেন।

এদিকে রাজাবাজার সায়েন্স কলেজের পাশে পেট্রোলের দামের সেঞ্চুরি আর ডিজেল, রান্নার গ্যাসের লাগাতার দাম বাড়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। সে উপস্থিত ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি জানান, “পেট্রোলের দামের সেঞ্চুরি আর ডিজেল, রান্নার গ্যাসের লাগাতার দাম বাড়ার প্রতিবাদে পেট্রোল পাম্পের সামনে এবং প্রতি ব্লকে তৃণমূল কংগ্রেস পরিবারের অবস্থান বিক্ষোভ। কোভিডবিধি মেনে। কিছু যেতে পেরেছি। একান্ত সময়াভাবে আরও অনুরোধ রাখা সম্ভব হয়নি। দুঃখিত। সবাই রাস্তায় নেমেছেন। আন্দোলন চলবে।”

পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন চেতলায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে বিক্ষোভে নামেন তৃণমূলের কর্মী সমর্থকরা।

আরও পড়ুন-নিজের জেলাতে ক্রমশই ব্রাত্য শুভেন্দু, অপসারিত আরও এক সংগঠন থেকে

তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাঁকুড়ার বড়জোড়ায় বিক্ষোভ হয়। সাইকেল ভ্যানে বাইক চাপিয়ে অভিনব প্রতিবাদ। বাইক নিয়ে হেঁটে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

শিবপুর মন্দিরতলায় রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ। উনুনে হাঁড়ি বসিয়ে, খাটে বাইক শুইয়ে রেখে প্রতিবাদ জানান তৃণমূল কর্মীরা।

সাইকেল চালিয়ে প্রতিবাদে সামিল হন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। এছাড়াও, ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী ১৩ কিলোমিটার পথ গরুর গাড়িতে চড়ে পাড়ি দেন।

 

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...