অসুস্থ বলে ডোমিনিকার হাইকোর্টে জামিন পেলেন পলাতক মেহুল চোকসি

শারীরিক অসুস্থতার কারণে ঋণখেলাপি ও পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসির (mehul choksi) অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল ডোমিনিকার হাইকোর্ট । সোমবার এই জামিন (bail) দিয়ে আদালত জানিয়েছে, আপাতত তিনি চিকিৎসার প্রয়োজনে অ্যান্টিগুয়া ও বার্বাডোজে যেতে পারবেন। ২০১৮ সালে ভারতে তাঁর বিরুদ্ধে মামলা হওয়ার পর পালিয়ে অ্যান্টিগুয়াতে আশ্রয় নিয়েছেন মেহুল। এখন আইনত সে দেশেরই নাগরিক তিনি। তাঁকে দেশে ফেরানোর জন্য কূটনৈতিক স্তরে চেষ্টা চললেও সংশ্লিষ্ট দেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি না থাকায় সমস্যা হচ্ছে।

আরও পড়ুন: মেহবুবা মুফতির মুখেও এবার ‘খেলা হবে’ স্লোগান! কীসের ইঙ্গিত?

Previous articleদলে থেকে দলের ক্ষতি করছে! কেন্দ্রীয় নেতাদের কাছে বাবুলের বিরুদ্ধে কড়া নালিশ দিলীপের
Next article“লর্ড অফ অল লর্ডস” জগন্নাথদেবের আরাধনায় সাংসদ-অভিনেত্রী মিমি