টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) অংশ নিতে চলা ভারতীয় অ্যাথলিটদের জন্য এক ‘চিয়ার সং’ আনলেন এ আর রহমান( AR Rahman )। গায়িকা অনন্য বিড়লার (Ananya Birla) সঙ্গে জুটি বেঁধে এই মিউজিক বেড় করলেন তিনি। গানের নাম ‘হিন্দুস্তানি ওয়ে’। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) এই গানের প্রকাশ করেন।

এই গান নিয়ে অনুরাগ ঠাকুর বলেন,” আমি অনন্যা ও এ আর রহমানকে ধন্যবাদ জানাতে চাই এই উদ্যেগের জন্য। আমি চাই প্রতিটি ভারতীয় এই গান শুনুক। সকলের সঙ্গে ভাগ করে নিক ও দেশের অ্যাথলিটদের জন্য গলা ফাটাক।”

২ মিনিট ৫৭ সেকেন্ডের এই গানের ভিডিওতে সুন্দর একটা গল্পও বলা হয়েছে। এই ভিডিওতে লিয়েন্ডার পেজ, বিজেন্দর সিং, অভিনব বিন্দ্রা, মেরি কমদের, দেশকে অলিম্পিক্সে গর্বিত করার মুহূর্তও রয়েছে।

আরও পড়ুন:বর্ণবিদ্বেষ কাণ্ডে চারজনকে গ্রেফতার করল ইংল্যান্ড পুলিশ
