বাবা-মায়ের ৬৪তম বিবাহ বার্ষিকী পালন করলেন জয়

একটা সময়ে তিনি টলিউড কাঁপিয়েছেন। এখন বেশ কয়েক বছর আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত। তিনি অভিনেতা ও বিজেপি নেতা জয় ব্যানার্জি (Joy Banerjee)। ২০১৪ সাল নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “গুরু” মেনে গেরুয়া রাজনীতিতে হাতেখড়ি। লোকসভা ভোটেও দাঁড়িয়েছেন বিজেপির টিকিটে।

যদিও একুশের বিধানসভা ভোটে সেভাবে মাঠে ময়দানে দেখা যায়নি তাঁকে। রাজনীতি না ছাড়লেও সাম্প্রতিক সময়ে মাঠের রাজনীতি থেকে বেশ দূরে জয় ব্যানার্জি। এর কারণ কিছুটা শারীরিক অসুস্থতা আর কিছুটা বঙ্গ বিজেপি নেতাদের তাঁর প্রতি উদাসীনতা। বিধানসভা ভোটে বিজেপির বিপর্যয়ের পর নাম না করে দলের বেশকিছু নেতার সমালোচনা করতেও শোনা গেছে অভিনেতাকে।

বর্তমানে তিনি রাজনীতির থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালোবাসেন। আজ ১৮ জুলাই, জয় ব্যানার্জির বাবা-মায়ের ৬৪ তম বিবাহ বার্ষিকী। নিজের উদ্যোগ্যে সবচেয়ে প্রিয় বাবা-মায়ের বিবাহ বার্ষিকী পালন করলেন জয়। তবে করোনা আবহে একেবারেই ঘরোয়া পরিবেশে পরিবারের লোকেদের নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠান হল তাঁর তারাতলার বাস ভবনেই। নিজে অর্ডার দিয়ে পছন্দ করে কেক নিয়েছিলেন জয়। বাবা-মায়ের দাম্পত্য জীবনের এই বিশেষ দিনটির ছবি পরিচিতদের সঙ্গে শেয়ারও করেন অভিনেতা তথা নেতা জয় ব্যানার্জি।

আরও পড়ুন- উত্তরপ্রদেশে রবীন্দ্রনাথকে সরিয়ে সিলেবাসে যোগী-রামদেব! বিজেপিকে তুলোধনা সায়নীর