অবিরাম বৃষ্টিতে জলমগ্ন বার্ণপুর, ত্রাতার ভূমিকায় সায়নী

টানা বৃষ্টিতেই জলমগ্ন বার্ণপুরের বিস্তীর্ণ এলাকা। সুরাহা পেতে বিভিন্ন জায়গায় ফোন করেও সাহায্য মেলেনি। এমনকি বিধায়ক অগ্নিমিত্রা পলকেও(Agnimitra Paul) সাহায্যের জন্য পাওয়া যায়নি বলে অভিযোগ। অথচ সেই জলমগ্ন এলাকার সমস্যার সমাধান করলেন তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষ(Saayoni Ghosh)। এলাকাবাসীর সমস্যার কথা জানতে পেরেই নিকাশির ব্যবস্থা করে ঘণ্টা খানেকের মধ্যে সমস্যার সমাধানও করে দেন যুবনেত্রী।

আসানসোল দক্ষিণের সুভাষপল্লী ও নরসিংবাঁধ এলাকার ঘটনা। দক্ষিণবঙ্গে গত দু-তিন দিনের বৃষ্টিতে বেহাল অবস্থা হয়েছিল আসানসোন পুরনিগমের ৭৭ নম্বর, ৭৯ নম্বর এবং ৮২ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা। বড় নালার জল ঢুকে প্রায় প্লাবিত হয়ে পড়ে গোটা এলাকা। সমস্যা সমাধানের জন্য স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পলের সঙ্গেও যোগাযোগ করে লাভ হয়নি বলে এলাকাবাসীদের অভিযোগ। এরপরই এলাকার সমস্যার কথা জানতে পারেন যুব তৃণমূল রাজ্য সভাপতি সায়নী ঘোষ। এলাকাবাসীদের সমস্যার কথা জেনে আসানসোলের পুরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়কে সরাসরি ফোন করেন সায়নী। এলাকায় পুরকর্মীদের পাঠিয়ে নিকাশির ব্যবস্থা করেন। ঘন্টাখানেকের মধ্যেই জল নেমে যায়। ঘরবন্দি মানুষ স্বস্তি পান। যদিও এই বিষয়ে এলাকার বিধায়ক অগ্নিমিত্রা পলের (AgnimItra Paul) বক্তব্য, ‘আমাকে কেউ ফোন করেননি। আমার ফোন সবসময় খোলা থাকে। বিষয়টি নজরে এলে তখনই ব্যবস্থা নিতাম’।

আরও পড়ুন- ভুয়ো কেন্দ্রীয় সরকারি আধিকারিকের বিরুদ্ধে এবার অভিযোগ অভিনেত্রীর

 

Previous articleনন্দীগ্রাম থেকেই ত্রিপুরায় পরিবর্তনের সূচনার ডাক তৃণমূল নেতৃত্বের
Next articleপ্রকাশিত হল কলকাতা লিগের সূচি, প্রথম ম‍্যাচে পিয়ারলেসের মুখোমুখি খিদিরপুর