বাড়ি ভাঙচুরের পর তৃণমূল নেতাকে মারধর, অভিযোগ অস্বীকার বিজেপির

তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরকে ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে উঠল মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকা। অভিযোগ তির বিজেপির দিকে। তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের পাশাপাশি মারধরেরও অভিযোগ। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বিজেপির।

নির্বাচনে হেরে আরও প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠছে বিজেপি। কেন্দ্রীয় নেতাদের লাগাতার উস্কানিতে চলেছে হামলা, মারধর। হরিশ্চন্দ্রপুর থানার সামনেই বাড়ি স্থানীয় বিজেপি নেতা অর্জুন কেশরীর। পাশেই তৃণমূল নেতা সোনু কেশরীর বাড়ি। বিজেপি নেতা অর্জুন গভীর রাতে নিজের বাড়ি ভাঙতে গিয়ে প্রতিবেশী তৃণমূল নেতা সোনুর জায়গা দখল করে নেয় বলে অভিযোগ। সোনুর মা বাধা দিতে গেলে তাঁকে মারধর করে, ছুরি দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় অর্জুন। সোনুর মায়ের দাবি দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে অর্জুন দখল করে রয়েছে। এখন এটাকে বিক্রি করতে চাইছে।

মালদহ জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর হেমন্ত শর্মা জানান, ‘এটাই বিজেপির সংস্কৃতি। সোনু কেশরী ভোটে ভালো কাজ করেছিল। তাই হারের বদলা বিজেপি এই ভাবে নিচ্ছে। আমরা আইনের ওপর ভরসা করি, পুলিশ প্রশাসনকে বলা হয়েছে বিষয়টি দেখার জন্য।’

আরও পড়ুন- ভ্যাকসিনের ঘাটতি মেটাতে ফের রাজ্যে এসে পৌঁছল কোভিশিল্ড ও কোভ্যাকসিনের ডোজ

 

 

Previous articleকংগ্রেসের সঙ্গে জোট কেন,প্রশ্নের মুখে বঙ্গ সিপিআইএম নেতৃত্ব
Next articleনদী-ভাঙন পরিদর্শনে ঝাড়গ্রামে তিন মন্ত্রী