সোনার ছেলে নীরজ, টোকিও অলিম্পিক্সে প্রথম স্বর্ণপদক জয় ভারতের

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) ইতিহাস গড়লেন নীরজ চোপড়া( neeraj chopra)। অলিম্পিক্সে প্রথম সোনা জয় ভারতের। জ‍্যাভলিন থ্রোতে সোনা জয় নীরজ চোপড়ার। প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে পদক। শুধু প্রথম পদক নয়, প্রথম সোনাও জিতলেন নীরজ।

এদিন শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স করেন নিরাজ। জ‍্যাভলিন থ্রোতে নীরজ সর্বোচ্চ ছোড়েন ৮৭.৫৮।

এদিন শুরুটা দারুণ করেন নীরজ। প্রথম প্রচেষ্টাতেই ছোড়েন ৮৭.০৩ মিটার। প্রথমকে ছাড়ালেন দ্বিতীয় চেষ্টায়। ছুড়লেন ৮৭.৫৮ মিটার। তবে তৃতীয় চেষ্টায় নিরাশ করলেন তিনি। মাত্র ৭৬.৭৯ মিটার ছুড়তে পারলেন নীরজ। চতুর্থবার ফাউল করে ফেলেন তিনি।

আরও পড়ুন:অলিম্পিক্সে আবারও পদক জয় ভারতের, কুস্তিতে ব্রোঞ্জ জয় বজরং পুনিয়ার

 

Previous articleঢাকায় পর্নকাণ্ড: পরীমনি ‘ঘনিষ্ঠতায়’ পদ হারালেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তা
Next articleদুষ্কৃতীদের গুলিতে খুন অকালি দলের যুবনেতা, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ