১৫ অগাস্ট দেশজুড়ে হামলার ছক? জারি রেড অ্যালার্ট

১৫ আগস্ট (15 august independence day) স্বাধীনতা দিবসের দিনে দেশজুড়ে লাগাতার হামলা চালাতে পারে জঙ্গিরা (terrorist attack)। গোয়েন্দাদের গোপন রিপোর্টে এমন খবর পেয়েছেন সেনাবাহিনীর অফিসাররা। জানা গিয়েছে, স্বাধীনতা দিবসে হামলার ছক কষছে জঙ্গিরা। গোয়েন্দারা জানতে পেরেছে পাক মদতপুষ্ট আল-কায়েদা জঙ্গি গোষ্ঠী এই নাশকতা ঘটানোর ছক কষছে। তাদের মূল লক্ষ্য নাকি দিল্লির লালকেল্লা। আর সেই কাজের জন্য ৬ সন্ত্রাসবাদীকে ইতিমধ্যেই ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা দিল্লি এবং সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় আত্মগোপন করে আছে। সেখানে বসেই হামলার শেষ মুহূর্তের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে । গোয়েন্দা রিপোর্টে এমন খবরই পাওয়া গিয়েছে। ফলে

রাজধানীবাসীকে সতর্ক করতে এবার ৬ আল কায়েদা জঙ্গির পোস্টার লাগালো দিল্লি পুলিশ।লালকেল্লার চত্বরে সব ক’টি দেওয়ালে পোস্টার লাগিয়ে দিয়েছে পুলিশ। জঙ্গিদের সম্ভাব্য ছবি ও নামসহ তাদের ঠিকানাও দেওয়া রয়েছে ওই পোস্টারে । দিল্লি জুড়ে মাইকিং করা হচ্ছে সন্দেহজনক কাউকে দেখলেই পুলিশকে খবর দিতে বলা হয়েছে। পুলিশের দাবি, ছবির ‘মোস্ট ওয়ান্টেড’ ৬ জঙ্গির সঙ্গে আল কায়েদার যোগ রয়েছে। গোয়েন্দারা মনে করছেন স্বাধীনতা দিবসের প্রাক্কালে বা স্বাধীনতা দিবসের দিনে কৃষকদের বড় আন্দোলন হওয়ার কথা। সেই ভিড়ের মধ্যে জঙ্গিরা মিশে গিয়ে নাশকতা ঘটাতে পারে। কৃষক আন্দোলনে সামিল হয়ে সন্ত্রাসবাদী হামলা চালাতে পারে জঙ্গিরা। রাজধানীর সুরক্ষায় ইতিমধ্যেই ড্রোন ওড়ায় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। তবে এই প্রথমবার নয়। প্রতি বছরই স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তার করা বেষ্টনীতে মুড়ে ফেলা হয় রাজধানী দিল্লিকে তবে যেহেতু এবার নাশকতার খবর ফাঁস হয়ে গেছে আগেই তাই সাবধানতার ক্ষেত্রে বেশি পদক্ষেপ করা হচ্ছে। নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম ফাক রাখতে চাইছে না দিল্লি পুলিশ এবং গোয়েন্দারা।

 

Previous articleমহামারি আইনে ভোররাতে ত্রিপুরায় গ্রেফতার দেবাংশু-জয়া-সুদীপ সহ ১১ তৃণমূল কর্মী
Next articleআক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে সকালেই ত্রিপুরা পৌঁছলেন ব্রাত্য-দোলা-কুণাল