আফগানিস্তান থেকে রাজ্যবাসীকে ফেরানোর উদ্যোগ, কেন্দ্রের সর্বদলের বৈঠকে থাকবে তৃণমূল: মমতা

আফগানিস্তানে (Afghanistan) আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে এগোচ্ছে রাজ্য। সোমবার, নবান্নে (Nabanna) সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ২৬ অগাস্ট আফগানিস্তানের পরিস্থিতি ও ভাতীয়দের ফিরিয়ে আনা নিয়ে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে থাকবে তৃণমূল (Tmc) – জানান মুখ্যমন্ত্রী।

আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরাতে বিদেশমন্ত্রক কাজ করছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।বাংলার নাগরিকদের ফেরাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে রাজ্য। যৌথ উদ্যোগেই নাগরিকদের ফেরানো হচ্ছে।

আরও পড়ুন- জাতিভিত্তিক শুমারির দাবি, মোদির ওপর চাপ নীতীশের

আফগানিস্তানে রাজ্যের আটকে পড়া বাসিন্দাদের ফেরানোর জন্য আগেই জেলাশাসকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে তালিকা পাঠানো হচ্ছে। সকলকেই ফিরিয়ে আনতে রাজ্য সরকার সচেষ্ট বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

advt 19

 

Previous articleঢাকার ৬ হাসপাতালকে ডেঙ্গি ডেডিকেটেড ঘোষণা
Next articleব্রেকফাস্ট নিউজ