লকডাউন পাঠশালা স্বীকৃতি পেল সর্বভারতীয় স্তরে

পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির এক নজিরবিহীন উদ্যোগ। সর্বভারতীয় স্তরের নামজাদা শিক্ষাবিষয়ক পত্রিকা ‘এডুকেশন ওয়ার্ল্ড’-এর অগাস্ট সংখ্যার প্রচ্ছদে জায়গা করে নিল তাদের ‘লকডাউন পাঠশালা’।

আরও পড়ুন-তফশিলি-অনগ্রসর কল্যাণে বাড়ল বাজেট, চাকরিতে আরও সংরক্ষণ: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাশাপাশি বিকল্প শিক্ষা পদ্ধতি নিয়ে দেশের প্রথম সারির ৩০ জন শিক্ষক ও শিক্ষাবিদের মতামতও স্থান পেয়েছে ওই পত্রিকায়। তার মধ্যে জায়গা করে নিয়েছেন ‘লকডাউন পাঠশালা’-র প্রধান উদ্যোক্তা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্রও। তাঁর সাক্ষাৎকারও জায়গা পেয়েছে এডুকেশন ওয়ার্ল্ড-এর পাতায়। বিকল্প শিক্ষা পদ্ধতি নিয়ে মতামত দিয়েছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহর মতো দিকপাল ব্যক্তিত্বরাও।

advt 19

 

Previous articleবিশ্বভারতীর উপাচার্যর বাড়ি তিন দিন ধরে ঘেরাও করে রাখার হুঙ্কার অনুব্রতর
Next articleহাসপাতালে ভর্তি নুসরত জাহান, কালই ভূমিষ্ঠ হবে তাঁর সন্তান?