বিচারপতির সংখ্যা কম, তাই মামলার ফয়সালায় দেরি: বলল সর্বোচ্চ আদালত

Supreme Court

সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ার বাধা বিচারপতির সংখ্যা। আদালতে বিচারপতির সংখ্যা কম হওয়ায় মামলার ফয়সালা হতে দেরি হচ্ছে। এ-বিষয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য, দ্রুত বিচার করা সহজ, কিন্তু বিচারপতি কোথায়? সাংসদ, বিধায়কদের বিরুদ্ধে মামলার দ্রুত বিচারের জন্য নির্দেশ দেওয়া যেতে পারে, কিন্তু কম সংখ্যক বিচারক থাকার দরুন এর বাস্তবায়ন সহজ হবে না।

বুধবার দেশের প্রধান বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ একইসঙ্গে সিবিআই ও ইডিকে প্রশ্ন করে, সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে অভিযোগের তদন্তের ধীর গতির পিছনে কি কোনও উদ্দেশ্য রয়েছে? সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এদিন বিচারপতি বলেন, বিধায়ক এবং সাংসদদের বিরুদ্ধে মামলার তদন্ত যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়, সেজন্য দরকারে বাড়তি লোক নিয়োগ করুক সিবিআই এবং ইডি।

এই প্রসঙ্গেই সুপ্রিম কোর্ট মামলার নিষ্পত্তি করার ক্ষেত্রে বিচারপতির অপ্রতুলতার সমস্যার কথা উল্লেখ করে। প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করেন, মামলা দ্রুত শেষ করা উচিত এবং তা দ্রুত শেষ করতে বলাও সহজ, কিন্তু এত বিচারক কোথায়?

আরও পড়ুন- ত্রিপুরায় ক্রমশ গরিষ্ঠতা হারানোর দিকে এগোচ্ছে বিজেপি!

advt 19

 

Previous articleত্রিপুরায় ক্রমশ গরিষ্ঠতা হারানোর দিকে এগোচ্ছে বিজেপি!
Next articleতালিবানদের সঙ্গে যুদ্ধে প্রস্তুত, জানিয়ে দিলেন বিরোধী জোটের নেতা আকমল