মার্কিনি মিডিয়ায় তালিবানের অসত্য ভিডিও প্রকাশ!

মঙ্গলবার তালিব টাইমস থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে মার্কিন ব্ল্যাক হক চপারের একটি ভিডিও দেখা যায়। যেখানে বলা হয়, মার্কিন এই সামরিক হেলিকপ্টার এখন তালিবান জঙ্গি গোষ্ঠীর দখলে। এছাড়াও ভিডিওটিতে দেখা গিয়েছে, হেলিকপ্টার থেকে এক ব্যক্তি ঝুলছেন। এই ভিডিওটিকে মার্কিন মিডিয়াতে তালিবানের অত্যাচারের নিদর্শন হিসেবে তুলে ধরা হয়।

আরও পড়ুন-এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প অসমে, ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ গুয়াহাটি হাইকোর্টের

সূত্রের খবর, এই খবর অসত্য। যদিও ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। রিপোর্ট অনুযায়ী, হেলিকপ্টারে ঝুলন্ত ব্যক্তি একটি বহুতলের ওপর তালিবানি পতাকা লাগানোর চেষ্টা করছিলেন। তবে তিনি পতাকা লাগাতে পারেননি। রিপোর্টে বলা হয়েছে, ওই ব্যক্তি জীবিত এবং সুস্থ রয়েছেন।

advt 19