ধোনির বিরুদ্ধে স্বার্থ সঙ্ঘাতের অভিযোগ আনল মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ডের এক সদস্য

গত বুধবারই টি-২০ বিশ্বকাপের ( T-20 world cup) দল ঘোষণা করেছে ভারত( India)। সেই সঙ্গে দলের মেন্টর হিসেবে মহেন্দ্র সিং ধোনির( Ms Dhoni) নাম ঘোষণা করেন  নির্বাচকরা। মেন্টর হিসেবে ধোনির নাম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ধোনির বিরুদ্ধে উঠল স্বার্থ সঙ্ঘাতের অভিযোগ। ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলে অভিযোগ জমা পড়েছে বলে খবর।

মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ডের এক সদস্য সঞ্জীব গুপ্ত ধোনির বিরুদ্ধে স্বার্থ সঙ্ঘাতের অভিযোগ করেছেন বোর্ডে কাছে। তিনি বলেন,”আইপিএল-এ চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক ধোনি। তিনি কি ভাবে ভারতীয় দলের মেন্টরের ভুমিকায় থাকতে পারেন? বোর্ডের নিয়ম অনুযায়ী এক ব্যক্তি দুটো আলাদা দায়িত্বে থাকতে পারবেন না।”

যদিও সূত্রের খবর,এই নিয়ে খুব একটা চিন্তিত নয় বিসিসিআই।

আরও পড়ুন:ফের ভারতীয় দলে করোনার থাবা, আক্রান্ত দলের এক সাপোর্ট স্টাফ

 

Previous articleদুর্ঘটনার কবলে সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না, জখম ৩
Next articleতৃণমূল নেত্রীর জন্য গান রেকর্ড করালেন মদন মিত্র