হাইকোর্টে রক্ষাকবচ পেলেন বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি

বিজেপি বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ৷ আপাতত তাঁকে গ্রেফতারও করা যাবে না।

শুক্রবার চন্দনা বাউরির বিরুদ্ধে বিরুদ্ধে চলা একাধিক মামলায় ৮ সপ্তাহ স্থগিতাদেশ জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ৷ নির্দেশে বলা হয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগের তদন্ত পুলিশ করতে পারে না। এই কারণ দেখিয়েই বিধায়কের বিরুদ্ধে দায়ের করা এফআইআর- এর উপর স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট।

আরও পড়ুন: তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক পদে অর্পিতা ঘোষ

প্রসঙ্গত, গত ১৯ অগাস্ট এই বিজেপি বিধায়কের গাড়ির চালক কৃষ্ণ কুন্ডুর স্ত্রী রূম্পা কুন্ডু একটি অভিযোগ করেন গঙ্গাজলঘাঁটি থানায়। চন্দনা বাউরির সঙ্গে তাঁর স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ আনা হয়৷ পাশাপাশি বলা হয়, কৃষ্ণ কুন্ডুর সঙ্গে বিয়েও হয়েছে চন্দনার। আপাতত কৃষ্ণ নিখোঁজ৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ গত ২৩ অগাস্ট নোটিশ দেয় চন্দনাকে। ২ সেপ্টেম্বর বিধায়ক নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। তাঁর বিরুদ্ধে সাক্ষীকে হুমকির অভিযোগ ওঠে৷ আর তারপরই হাইকোর্টে মামলা করেন চন্দনা বাউড়ি। বিচারপতি কৌশিক চন্দ তার বিরুদ্ধে চালু থাকা একাধিক মামলায় ৮ সপ্তাহ স্থগিতাদেশ জারি করেছেন।

advt 19

 

Previous articleবিশ্বদরবারে আর জি কর হাসপাতালের পয়জন ইনফরমেশন সেন্টারকে স্বীকৃতি দিল WHO
Next articleহাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট, সমালোচনা পিছু ছাড়ছে না পরীমনির