BSF Jurisdiction: এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য

কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে ১৬ নভেম্বর রাজ্য সরকারের তরফে বিধানসভায় প্রস্তাব পেশ

বিএসএফ-এর (BSF) এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য৷ ১৬ নভেম্বর রাজ্য সরকারের তরফে এই প্রস্তাব পেশ করা হবে৷ শুক্রবার, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বিধানসভায় এই প্রস্তাব আনার কথা জানান৷ তিনি বলেন, বিধানসভার ১৮৫ নম্বর রুল অনুযায়ী এই প্রস্তাব আনা হয়েছে। তা গৃহীত হয়েছে৷ এ ভাবে এক্তিয়ার বৃদ্ধির এমন কোনও সুযোগ বিএসএফ আইনে নেই৷ স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিধানসভায় আলোচনা করা হবে। পঞ্জাবের পর বাংলাই দ্বিতীয় রাজ্য যেখানে বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব পাশ হবে৷

সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার ভিতেরর এলাকা পর্যন্ত তল্লাশি এবং প্রয়োজনে গ্রেফতার করতে পারবে বিএসএফ- স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়৷ এতদিন এই ক্ষমতা ছিল সীমান্ত থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত। এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয় বাংলা-সহ অ-বিজেপি শাসিত সীমান্তবর্তী রাজ্যগুলি৷ ইতিমধ্যেই কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পাশ করেছে পঞ্জাব (Panjab)৷ বাংলার পর এবার অন্যান্য রাজ্যগুলিও একই পথে হাঁটতে পারে৷

আরও পড়ুন-BSF Attack : ‘বিএসএফের মদত ছাড়া সীমান্তে পাচার সম্ভব নয়’: উদয়ন গুহ

বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, বিএসএফ-এর এক্তিয়ার বাড়িয়ে রাজ্যের আইনশৃঙ্খলা বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্র৷ এই সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব আনা হচ্ছে ১৬ নভেম্বর।

Previous articleViswabharati: ফের বিশ্বভারতীতে বিক্ষোভে পড়ুয়ারা
Next articleMetro Smart Card: বাড়ছে স্মার্ট কার্ডের খরচ, কত হচ্ছে মূল্য?