Indian cricket : দক্ষিণ আফ্রিকা সফরে বায়ো বাবলে থাকতে হবে বিরাটদের, জানাল দক্ষিণ আফ্রিকার বিদেশ মন্ত্রক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং চারটি টি-২০ ম্যাচ খেলার কথা ভারতের।

দক্ষিণ আফ্রিকা ( South Africa) সফরে গিয়ে ভারতীয় দলকে (India team) থাকতে হবে বায়ো বাবলে। মঙ্গলবার এমনটাই জানান হল দক্ষিণ আফ্রিকার ইন্টারন‍্যাশনাল রিলেশনস অ‍্যান্ড কোঅপারেশন।

এদিন দক্ষিণ আফ্রিকার বিদেশ মন্ত্রক জানিয়েছে, করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রনের মোকাবিলা করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, “ভারতীয় দলের সবার স্বাস্থ্য যাতে ঠিক থাকে, তার জন্য যা যা করা দরকার, আমরা তা করব। ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দলের জন্যই সম্পূর্ণ বায়ো বাবলের ব্যবস্থা করা হবে। একই ব্যবস্থা করা হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা এ দলের জন্যও।”

এরপাশাপাশি ভারতীয় বোর্ডকে ধন্যবাদ জানিয়ে তারা লিখেছে, “অনেক দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। সেই জায়গায় বিসিসিআই যে দল তুলে নেয়নি, তার জন্য ভারতীয় বোর্ডকে ধন্যবাদ।”

১৭ তারিখ থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং চারটি টি-২০ ম্যাচ খেলার কথা ভারতের। ৮ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ভারতীয় দলের।

আরও পড়ুন:83: মুক্তি পেল ‘৮৩’ ছবির ট্রেলার, বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের ভূমিকায় রণবীর

Previous articleMamata Banerjee: সবার জন্য প্রার্থনা: সিদ্ধি বিনায়কে পুজো দিয়ে মুম্বই সফর শুরু তৃণমূল সুপ্রিমোর
Next articleSonu Nigam: এবার সোনুর মুখে “খেলা হবে”, ‘বন্ধু’ অভিষেকের জন্য আসছেন ডায়মন্ড হারবার!