বাংলা পেল State Of The States Award

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শাসন ব্যবস্থায় সবচেয়ে উন্নত রাজ্য হল পশ্চিমবঙ্গ (West Bengal)। এই কারণে ইন্ডিয়া টুডে (India Today)-র তরফে এবার বাংলা পেল স্টেট অফ দ্যা স্টেটস অ্যাওয়ার্ড (State Of The States Award)। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)-এর টুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে এমনটাই জানানো হয়েছে।

 আরও পড়ুন: এবার নেপাল থেকে আমন্ত্রিত মমতা, আগামী সপ্তাহে যাবেন কাঠমান্ডু

তৃণমূল কংগ্রেসের পরিষেবার ডিজিটাইজেশন এবং বিপ্লবী পরিকল্পনা বাংলাকে বদলে দিয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের কল্যাণমূলক প্রকল্প রাজ্যের শাসনের চেহারা বদলে দিয়েছে।

Previous articleKancha Badam Song: পুলিশে অভিযোগ দায়ের ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টা ভুবন বাদ্যকারের! কিন্তু কেন?
Next articleInd-New: ভারতের বিরুদ্ধে ৬২ রানে ইনিংস শেষ নিউজিল্যান্ডের, দিনের শেষে ৩৩২ রানে এগিয়ে কোহলিরা