দেশে মহিলা ও শিশুদের জন্য কতগুলি হোম আছে? কল্যাণের প্রশ্নের জবাবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

এই মুহূর্তে গোটা দেশে শিশু ও মহিলাদের জন্য ৭১৪টি হোম আছে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

এই মুহূর্তে গোটা দেশে অসহায় মহিলা ও শিশুদের জন্য কতগুলি হোম আছে? ওই সমস্ত হোমগুলিতে কি মানসিক কাউন্সেলিংয়ের সুবিধা আছে? ওই সমস্ত হোমে আবাসিকদের জন্য উপযুক্ত পরিবেশ আছে কিনা জানতে কেন্দ্রের পক্ষ থেকে কি ইনস্পেকশন করার কোন ব্যবস্থা আছে? কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের কাছে এই প্রশ্নগুলির উত্তর জানতে চান তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি বলেন, তাঁর মন্ত্রক অসহায় শিশু ও মহিলাদের রাখার জন্য বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্প গুলির মধ্যে আছে সদর গৃহ, উজ্জ্বলা এবং চাইল্ড প্রটেকশন সার্ভিস বা শিশু সুরক্ষা প্রকল্প। এই সমস্ত প্রকল্পে মহিলা ও শিশুদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়। যার মধ্যে মানসিক চিকিৎসাও অন্তর্ভুক্ত। যে সমস্ত মহিলা ও শিশু নিতান্তই অসহায় এবং আর্থিক অবস্থা খুবই খারাপ এই সমস্ত হোমে তাদেরই স্থান দেওয়া হয়। সদর গৃহ প্রকল্পের বিভিন্ন ঘটনার শিকার মহিলাদের আশ্রয় দেওয়া হয়। তাঁরা যাতে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারেন সে বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয়। অন্যদিকে উজ্জ্বলা প্রকল্প যে সমস্ত মহিলা পাচার হওয়ার পর উদ্ধার হয় তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। অন্যদিকে শিশু সুরক্ষা প্রকল্পে অসহায় শিশুদের সব ধরনের সাহায্য করা হয়। মন্ত্রী জানান, চলতি বছরের নভেম্বরে নভেম্বর পর্যন্ত গোটা দেশে ৩৫৭ টি সদর গৃহ রয়েছে। উজ্জ্বলা হোম এবং চাইল্ড প্রটেকশন সার্ভিসের আওতায় হোম রয়েছে যথাক্রমে ১০৭ ও ২৫০টি।

আরও পড়ুন- মহিলা-শিশু নির্যাতন ঠেকাতে সরকার কি পদক্ষেপ নিয়েছে? সৌগতর প্রশ্নের জবাবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

Previous articleমহিলা-শিশু নির্যাতন ঠেকাতে সরকার কি পদক্ষেপ নিয়েছে? সৌগতর প্রশ্নের জবাবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
Next articleOmicron:চোখরাঙাচ্ছে ওমিক্রন! করোনার নয়া প্রজাতির কবলে তিন বছরের শিশু সমেত আরও ৬