Omicron:বুস্টার-সহ তিনটি করোনার ডোজ নিয়েও ওমিক্রনে আক্রান্ত মুম্বইয়ের যুবক

ওমিক্রন দাপটে আতঙ্কে ভুগছে গোটা দেশ। প্রতিনিয়তই বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। শুক্রবারও নতুন করে যে আক্রান্তদের খোঁজ মিলেছে, তাঁদের মধ্যে রয়েছেন নিউইয়র্ক (New York) ফেরত এক যুবক, যিনি বুস্টার-সহ করোনার তিনটি টিকা নিয়েছিলেন। তারপরেও ওই যুবক ওমিক্রনে আক্রান্ত হওয়ায়, নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:Omicron:দেশে ওমিক্রন আক্রান্ত সেঞ্চুরির গণ্ডি পেরোল, উদ্বেগে কেন্দ্র

বৃহন্মুম্বই পুরসভা কর্তৃপক্ষ(বিএমসি)-এর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২৯ বছরের ওই যুবক নভেম্বরের গোড়ায় নিউ ইয়র্ক থেকে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন। তাঁর শরীরে করোনাভাইরাস সংক্রমণের কোনও উপসর্গ ছিল না। বিমানবন্দরে নিয়ম মাফিক পরীক্ষায় জানা যায় তিনি কোভিড-১৯ আক্রান্ত। ফলে তাঁকে হাসাপাতালে ভর্তি করানো হয়। জিনোম সিকোয়েন্সিং(Genome Sequencing)-র জন্য তাঁর নমুনা পাঠানো হয়েছিল।


বিএমসি-র বিবৃতিতে বলা হয়েছে আক্রান্তের সংস্পর্শে আসা দুই ব্যক্তির আরটিপিসিআর পরীক্ষা করানো হলেও তাঁদের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েনি।

Previous articleFirhad Hakim: “নমস্কার, ববি হাকিম বলছি”, ছোট লালবাড়িতে “টক টু মেয়র” ঐতিহাসিক পদক্ষেপ
Next articleভারতীয় বংশোদ্ভূত ৬৬ সন্ত্রাসী ইসলামিক স্টেটের সদস্য, চাঞ্চল্যকর রিপোর্ট আমেরিকার