স্থিতিশীল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা

স্থিতিশীল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) শারীরিক অবস্থা। জানা গিয়েছে, তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। সূত্রের খবর, কিংবদন্তি গায়িকার ফিমার বোন নিয়ে চিন্তায় রয়েছেন চিকিৎসকরা। জানা যাচ্ছে, দরকার হলে ফিমার বোনের অস্ত্রোপচার করা হতে পারে।

করোনা আক্রান্তের অস্ত্রোপচার করা হয় না। তবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের ক্ষেত্রে প্রয়োজন হলে পিপিই (PPE) কিট পরেও অস্ত্রোপচার করা হতে পারে বলে জানা যাচ্ছে। ব্যথা কমাতে আপাতত উচ্চমাত্রার পেন কিলার দেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন: Health: সঠিক পরিমাণে খাবার খান, আর নিজেকে সুস্থ রাখুন, পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

হাসপাতালে সূত্রে খবর, জেনারেল বেডেই রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। কোভিডের সংক্রমণের কারণে আইসোলেশনে রয়েছেন তিনি। চিকিৎসকরা জানাচ্ছেন, গীতশ্রীর হৃদরোগের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। নেফ্রোলজির বিশেষজ্ঞরাও তাঁর কিডনির পরিস্থিতি সঠিক রাখতে পরামর্শ দিচ্ছেন। করোনা সংক্রমণের সপ্তম দিন কাটলে চিকিৎসকরা কিছুটা চিন্তামুক্ত হবেন।

 

Previous article৫ বছরের মোদি শাসনে ‘ধনকুবের’ বিজেপি, সম্পত্তি ৬ গুণ বেড়ে হয়েছে ৫ হাজার কোটি
Next articleVishwanathan Anand: নতুন ভুমিকায় বিশ্বনাথন আনন্দ