কেন লক্ষ্মীর ভাণ্ডার? রহস্য উদঘাটন করলেন মুখ্যমন্ত্রী

কেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বুধবার নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে সেই রহস্য উদঘাটন করলেন তৃণমূলনেত্রী।

নেত্রী বাজেটে একটির পর একটি কল্যাণমূলক খাতে কেন্দ্রের অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়ার কথা বলছিলেন। এই সময়েই নোটবন্দির প্রসঙ্গ তুলে বলেন, ডিমনিটাইজেশন ঘোষণার পরেই আমার মাথায় আসে, এই সিদ্ধান্তে তো বাড়ির মা-বোনেদের হাতের জমানো অর্থ বেরিয়ে গেল! তাহলে বিকল্প কী হবে? তখনই ভেবেছি লক্ষ্মীর ভাণ্ডারের কথা। সময় নিয়ে সেটাই করেছি। প্রত্যেকটা বাড়ির মা-বোনেদের হাতে আসছে টাকা। কেন্দ্রের বিরুদ্ধে এটা বাংলার মা-বোনেদের আত্মসম্মানের প্রতীক।

আরও পড়ুন- “চ্যারিটি বিগিনস এট হোম”, সঙ্ঘবদ্ধ লড়াইয়েই চব্বিশে বাংলায় ৪২-এ ৪২ চান মমতা

Previous articleAmitabh Dayal : প্রয়াত বলিউড অভিনেতা ও পরিচালক অমিতাভ দয়াল
Next articleএবার দুর্গাপুজোয় বাংলা দেখিয়ে দেবে তারা কী পারে, আর কী পারে না: মমতা