আশা জাগিয়ে ফের ধাক্কা খেল শেয়ারবাজার, দিনের শেষে ১৪৩ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৮,৬৪৪.৮২ (⬇️ -০.২৪%)

🔹নিফটি ১৭,৫১৬.৩০ (⬇️ -০.২৫%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হয়নি। লাগাতার ধাক্কার খেয়ে বাজেট ঘোষণার পর বাজার কিছুটা সুখের মুখ দেখলেও এদিন ফের ধাক্কা খেলো শেয়ারবাজার। শুক্রবার বাজার খোলার পর আশার আলো দেখালেও দিনের শেষে ১৪৩ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। ৪৩ পয়েন্ট নেমেছে নিফটিরও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৪৩.২০ পয়েন্ট বা -০.২৪ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৮,৬৪৪.৮২। এনএসই নিফটি (NSE Nifty) -৪৩.৯০ পয়েন্ট বা -০.২৫ শতাংশ নেমে হয়েছে ১৭,৫১৬.৩০। যদিও লাগাতার ধাক্কা খাওয়া বাজার বাজেট ঘোষণার পর ফের ঊর্ধ্বমুখী হবে বলে আশা করা হচ্ছে।

Previous articleYogi Adityanath: যোগী আদিত্যনাথের সম্পত্তিতে দামি বন্দুক, রিভলবার!
Next articleপুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় সংশোধন